Active to Passive voice Rule in Bangla
Active to Passive
Active to Passive অথবা Passive to Active করার জন্য প্রথমে তােমার Tense সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
Active to Passive করতে তােমার Subject এবং Object সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমাদের বুঝার সুবিধার্থে নিচে একটি তালিকা / ছক তৈরি করলাম। তালিকাটি ভালভাবে লক্ষ্য কর।
Subject | Object |
---|---|
I | me |
We | us |
You | you |
He | him |
She | her |
They | them |
It | it |
Download the pdf file
Rule-1; প্রথমে Object কে Subject+ বাক্যটি যে Tense এ আছে তার পরবর্তী Tense Helping V+ V3+------ by/with/to+ Sub কে obj.
Example:
Active : Bina cooks rice.
Passive : Rice is cooked by Bina.
Active : She has done the work.
Passive : The work has been done by her.
Rule-2:যদি বাক্যটি Continuous Tense হয়, তাহলে প্রথমে Object কে Subject + Helping V. + being + V3........... by/with/to+ Sub কে obj. বসে।
Example :
Active : He is playing cricket.
Passive: Cricket is being played by him.
Rule-3: যদি বাক্যে Modal V থাকে তাহলে,প্রথমে Object কে Subject + Modal.V + be + V3 -------- by/with/to+ Sub কে obj. বসে।
Example:
Active : We can do the work.
Passive : The work can be done by us.
Active : He should help the poor.
Passive: The poor should be helped by him.
Rule-4 :যদি বাক্যটি Imperative হয় তাহলে নিচের নিয়ম অনুযায়ী Passive করতে হয়।
Let + obj + be + V3+ ---------- .
Example:
Active : Open the door.
Passive : Let the door be opened.
Active : Don't hate the poor.
Passive : Let not the poor be hated.
Rule-5; বাক্যে going to + V1--- থাকলে নিচের নিয়ম অনুসরণ করতে হয়।
প্রথমে Object কে Subject+ helping.V+ going to + be + V3 + by +Sub কে obj.
Example:
Active : He is going to play ball.
Passive: Ball is going to be played by him.
Rule-6 : যদি বাক্যটি let দ্বারা শুরু হয়, তাহলে নিচের নিয়মটি অনুসরণ করতে হয়।
Let + obj + be + V3 ----- + by + let এর পরের অংশ।
Example :
Active : Let them play ball.
Passive : Let the ball be played by them.
No comments