Ads

Pronoun and Its Classifications । Pronoun এর প্রকারসমূহ । Pronoun এর সংঙ্গাসহ প্রকার।

PRONOUNS

আমরা parts of speech শিখতে গিয়ে pronoun সম্বন্ধে জেনেছি। এখানে স্মরণ করার জন্য আরেকটু আলােচনা করা হল।
Pronoun হল noun এর পরিবর্তে ব্যবহৃত Word যেমন : Rahim eats rice. বাক্যে Rahim এর স্থলে He বসাতে পারতাম। এই He হল pronoun. Pronoun সম্বন্ধে আরাে পরিষ্কার ধারণা নেয়ার জন্য Parts of Speech দেখে নাও।

TYPES OF PRONOUNS :

(প্রকারভেদ) Pronoun আট প্রকার। নিচে সংক্ষেপে সেগুলাের নাম দেয়া হল ।
Example

Types of Pronoun Example
1. Personal I, you, they, we he, she' etc.
2. Interrogative who? what? which? etc.
3. Distributive each, neither, either etc.
4. Demonstrative this, such, that etc.
5. Relative who, what, which, that etc.
6. Reciprocal each other, one another etc.
7. Reflexive and Emphatic myself, yourself, herself etc.
8. Indefinite Pronoun one, any, some etc.

PERSONAL PRONOUN
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয় তাকে personal pronoun বলে। যেমন : ব্যক্তির নামের পরিবর্তে ? I did it. You can do everything. They are students. বস্তুর নামের পরিবর্তে : He did it.

INTERROGATIVE PRONOUNS
নিচের বাক্যটি পড়
He is the doctor we met. এখানে noun হল doctor. আমরা জানি pronoun কোন noun এর পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে interrogative pronoun-ও কোন noun এর পরিবর্তে বসবে। কিন্তু এটি একটি বাড়তি কাজ করে। তা হল, এটি একটি প্রশ্ন সূচিত করে । প্রশ্নটি যদি এমন হয়।
Is he the doctor we met? (তিনি কি সেই ডাক্তার যার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম?)। তাহলে কিন্তু এতে interrogative pronounব্যবহৃত হল না। সেই doctor nounটি রয়েই গেল এবং প্রশ্নের মাধ্যমে তাকেই নিদিষ্ট করে বুঝানাে হল । কিন্তু interrogative pronoun “who”-এর একটি বড় বৈশিষ্ট্য হল এটি কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝায় না। আর এজন্যে interrogative pronoun ব্যবহার করলে উপরের বাক্যে "doctor" nounটি থাকবে। না।
যেমন : Who is he?
তাহলে, যে pronoun দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে interrogative pronoun বলে ।, Interrogative pronouns and the case : Interrogative pronoun হিসেবে সাধারণত who, which, what-এই তিনটি ব্যবহৃত হয়। এদের মধ্যে case ভেদে শুধু who এর রূপের পরিবর্তন হয়। যেমন :

Nom. Case Obj. Case Poss. Case
who (কে) whom (কাকে) whose (কার?)

Examples :
Who are you? (nominative)
Whom do you love? (objective)
Whose pen is this? (possessive)

Uses of who, which, what

Who
(i) Subject হিসেবে :
Singular number হিসেবে Who is he? Plural number হিসেবে Who are they?
(i) Object হিসেবে Singular : Who (whom) do you want?
Plural : Who (whom) are you looking for?
NOTE : আধুনিক ইংরেজিতে object হিসেবে whom এর পরিবর্তে who-—প্রায়ই ব্যবহৃত হয়।

Which :
Singular-এ :
Which of these pens do you want? (কোনটি )
Plural-এ: Which of these books do you want? (কোন কোনটি )
NOTE. অনেকগুলাের মধ্য থেকে একটি বা একাধিক সংখ্যক বেছে নেয়া বুঝাতে which ব্যবহৃত হয়। যেমন: Which of these pens do you want? (= Which pen do you want? = কলমগুলাের মধ্যে কোনটি তুমি চাও?)

What : (i) বস্তুর বেলায়
Singular- এ: What will you eat?
Plural-এ What are the factors that should be considered? (কি কি বিষয় বিবেচনা করতে হবে?)
(i) পেশার ক্ষেত্রেও
What is he? (তিনি কি করেন? = তার পেশা কি?)
NOTE. who is he? (তার পরিচয় কি? বা তিনি কে?). What is he? (তার পেশা কি?)

DISTRIBUTIVE PRONOUN
Distribute মানে ভাগ করে দেয়া, বন্টন করে দেয়া। Distributive pronoun গুলাে অনেক গুলাে noun বা pronoun-এর মধ্য থেকে বেছে নিয়ে বিশেষ ভাবে বন্টন করে । কী ভাবে—তাই দেখা যাক।
Distributive Pronoun গুলো হচ্ছে: each; either . . . or; neither ... nor; everybody; everyone ইত্যাদি।
আমরা উপরে distributive pronoun গুলাের ব্যবহার জানার আগে তার সংজ্ঞায়া জানব এবং প্রতিটির ব্যবহারের সাথে তার সংজ্ঞার যথার্থ যাচাই করব।
যে pronoun অনেকগুলাে ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে ।
Each : Each মানে প্রত্যেক (প্রতি+এক), এটি প্রতি এক একজন করে সবাইকে বুঝায়, কিন্তু এর বৈশিষ্ট্য হল এই যে এটি singular বস্তু বা ব্যক্তিকে বুঝায়।
যেমনঃ All of them went there, (তাদের সবাই সেখানে গিয়েছিল)।
Each of them went there. (তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল)
লক্ষ্য কর, সবাই (All) আর প্রত্যেকে (Each) এক কথা নয়। Each বললে All কে বুঝতে বাকি থাকে না, তবু মাত্র একজন একজন করে বুঝায়। এবার নিচের উদাহরণগুলাে লক্ষ্য কর ?
Inc. Each of the students have applied for the football match.
Cor. Each of the students has applied for the football match.
Inc. Each of the men and women are bound to obey the law,
Cor. Each of the men and women is bound to obey the law.
Either : এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে। এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়।
যেমন:
Inc. Either of the two boys are talented.
Cor. Either of the two boys is talented.
Inc. The two brothers went to the town; either of them have been to town before.
Cor. The two brothers went to the town; either of them has been to town before.
Inc. There are two pens; either are good. (দুইটি কলম আছে; যে কোন একটিই ভাল।)
Cor. There are two pens; either is good.
Neither : এটিও মাত্র দুটি বস্তু বা দু’জন ব্যক্তির মধ্যে “কোনটিই নয়” এরূপ বুঝায়। এরপরও singular verb বসে।
যেমন :
Inc. There are two pens; neither are good. (দুইটি কলম আছে; কোনটিই ভাল নয়।)
Cor. There are two pens; neither is good.

DEMONSTRATIVE PRONOUN
ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলােকে বলে demonstrative pronoun.
নিচের উদাহরণ গুলাে পড়: This is my home.
That is your suitcase.
These are bad pencils but those are good, এই this, that, these, those word গুলি যথাক্রমে home, suitcase, pencils-এর পরিবর্তে বসে সেগুলােকে নির্দেশ করছে।
Use of this, these, that, those as Pronouns :
উপরের Pronoun গুলাের পরিচয় নিচের ছকের মাধ্যমে সহজেই বােঝা যাবে

Singular Plural
This These
That Those

বােঝা গেল যে, মূল pronoun হল this ও that এবং বাকি দুটো এদের plural form.
নিকটবর্তী কোন কিছুকে নির্দেশ করতে this (plural-these) এবং দূরবর্তী কোন কিছুকে নির্দেশ করতে that (plural-those) ব্যবহৃত হয়।
যেমনঃ
This is my book and that is yours. These are my books and those are yours.
NOTE: [This/that/these/those+noun]—এভাবে ব্যবহৃত হলে তখন এদেরকে বলে demonstrative adjective (pronoun নয়)।
যেমনঃ
This man is good. (Adj)
This is a good man. (Pron)

1 comment:

Powered by Blogger.