Ads

Parts of Speech । Kinds of Parts of Speech । Parts of Speech with Example।

Parts of Speech

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।
Example:
Karim is a good boy বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.
Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।
Parts of Speech প্রধানত ৮ প্রকার
1. Noun (বিশেষ্য)
2. Pronoun (সর্বনাম)
3. Adjective (নাম বিশেষণ)
4. Verb (ক্রীয়া বা কাজ)
5. Adverb (ক্রীয়া বিশেষণ)
6. Preposition (পদান্বয়ী অব্যয়)
7. Conjunction (সংযোজক অব্যয়)
8.Interjection (আবেগ সূচক অব্যয়)
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Diamond
is very valuable.

Pronoun (সর্বনাম): সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
He goes to school every day.
Adjective (নাম বিশেষণ):
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
He has three pens.
Verb (ক্রিয়া বা কাজ):
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.
We play cricket.
Adverb (ক্রিয়া বিশেষণ):
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
অন্যভাবে বলতে , কোথায়/ কখন / কিভাবে এর উত্তর যে শব্দ বসে সেটিই Adverb.
He came here.
Preposition (পদান্বয়ী অব্যয়):
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.
The book is on the table.
Conjunction (সংযোজক অব্যয়):
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Saif and Sourav are good friends.
Interjection (আবেগসূচক অব্যয়):
It expresses strong feelings, emotions and sudden changes of mind. It may be sudden happiness or sadness. Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.
Alas! Her father is dead.
Download

No comments

Powered by Blogger.