Ads

Tag Question

Tag Question For SSC


বর্ণনা বা বিবৃতি মুলক বাকের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে tag question বলে।
Tag Question করার সময় Helping Verbএর সংক্ষিপ্তরূপ লিখতে হয় । নিচে তা উল্লেখ করা হলো

am not an't / aren't
is not isn't
are not aren't
was not wasn't
were not weren't
have not haven't
has not hasn't
had not hadn't
shall not shan't
will not won't
must not mustn't
ought not oughtn't
need not needn't

এবার নিয়ম গুলো দেখে ভালোভাবে Practiceকরতে হবে।
১। প্রথমে Helping Verb + বাক্যটি নাবোধক হলে n’t বসে না আর হ্যাঁ বোধক হলে n’t বসে + subject এর pronoun+ ?
Example :
I was playing ball, wasn’t I ?
২। বাক্যের subject যদি Everybody, Everyone, Nobody, No one, None, Anybody, Anyone, Somebody, Someone, One হয় তাহলে pronoun হিসেবে They বসে।
Example :
Everybody can do it, can’t they?
৩। বাক্যের subject যদি এমন হয় যে পুরুষ না স্ত্রী নির্ণয় না করা যায় তাহলে pronoun হিসেবে একবচনে it বসে এবং বহুবচনে they বসে।
Example :
Flowers are beautiful, aren't they?
৪। বাক্যে Hardly, scarcely, severely, seldom, few, little, often, never, neither থাকেল বাক্যকে নাবোধক ধরতে হয় ।
Example :
He can hardly do it. can he?
৫। বাক্যে I am থাকেলে aren't I / am I not বসে।
Example :
I am a student. aren't I?
৬। বাক্যটি Let দিয়ে শুরু হলে will you বসে।
Example :
Let him do the work. will you?
৭। বাক্যটি Imperative হলে will you / can you? বসে।
Example :vOpen the box. will you?
৮। বাক্যে Thank you থাকলে don't I বসে।
Example :
Thank you very much. don't I?
৯। বাক্যটি সম্ভাষনমূলক হলে don't I বসে।
Example :
Good morning, don't I?
১০। বাক্যটি Present Indefinite Tense হলে helping verb হিসেবে don't / doesn't বসে।
Example :
He comes here everyday, doesn't he?
১১। বাক্যটি Past Indefinite Tense হলে helping verb হিসেবে didn't বসে।
Example :
Shela came here yesterday, didn't she?
12 । বাক্যটি Let's / Let us দিয়ে শুরু হলে shall we বসে। Example :
Let's go to school. shall we?
Download

2 comments:

Powered by Blogger.