Ads

The Classification of Noun ।Noun এর প্রকারভেদ । Kinds of Noun in Grammar


THE CLASSIFICATION OF NOUN

আমরা জানি যে noun হল কোন কিছুর নাম। এখন আমরা noun এর ব্যাপক শ্রেণীবিভাগ নিয়ে আলােচনা করব। তবে তার আগে কেন এই শ্রেণী বিভাগ তা একটু বিবেচনা করে দেখা যাক।

কেন শ্রেণী বিভাগ প্রয়ােজন ?

নিচের বাক্যগুলাে পড় ।
Saiful Islam reads a book.
We want some papers.
A team of players has come today.
উপরের বাক্যগুলােতে noun এর বিভিন্ন ব্যবহার লক্ষ্যণীয়।
প্রথম বাক্যে Saiful Islam নামটির প্রথম অক্ষর একটি Capital letter, দ্বিতীয় বাক্যে papers এর প্রথম অক্ষর small letter, শেষ বাক্যে অনেকজন খেলােয়াড় থাকা সত্ত্বেও singular verb 'has' ব্যবহৃত হয়েছে, have ব্যবহৃত হয়নি; কেন এই বিভিন্নতা? তাহলে নিশ্চয়ই একেক ধরনের noun এর ক্ষেত্রবিশেষে ব্যবহার (treatment) একেক প্রকার। আর এজন্য noun এর classification জানা অত্যন্ত জরুরী। এছাড়াও রয়েছে noun এর gender (লিঙ্গ), number (বচন), case (কারক) এসব জিনিস বিশেষভাবে জানতে হলে noun এর classification সম্বন্ধে ভাল ধারণা রাখতে হবে ।

CLASSIFICATION আমরা এখানে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে noun এর classification দেখব।


প্রথমত: Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের অবস্থা বিচারে শ্রেণী বিভাগ,
দ্বিতীয়ত: Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের “গণনযােগ্যতা" (countability) বিচারে শ্রেণী বিভাগ।

এক দৃষ্টিকোণ থেকে noun কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় :

(1) Concrete Noun
(2) Abstract Noun
Concrete Noun কে আবার চারভাগে বিভক্ত করা যায়। যথা
(a) Proper Noun
(b) Common Noun
(c) Collective Noun
(d) Material Noun

আরেক দৃষ্টিকোণটি থেকে noun কে দুই ভাগে ভাগ করা যায় :

(i) Countable Noun
(ii) Uncountable Noun.

বিস্তারিত আলােচনা

প্রথম দৃষ্টিকোণটি ছিল বস্তুর বাহ্যিক অবস্থা বিষয়ক। এই “বাহ্যিক অবস্থা” বলতে কি বোঝানো হচ্ছে তা না বুঝলে noun এর এই শ্রেণী বিভাগ বােঝা যাবে না। একটি উদাহরণে তাই ব্যাপারটা স্পষ্ট করা দরকার । মনে কর , একটি বারের নাম Friday. এ-ত একটি নির্দিষ্ট সময়কালের নাম। একে দেখা, ছোঁয়া এমনকি অনুভবও করা যায় না; কিন্তু হিসাব করে বোঝা যায়। আবার আরেকটি Noun নেয়া যাক “সত্যবাদিতা (truthfulness)". এই noun জিনিসটিকে শােনা, ছোঁয়া, ও ধরা যায় না; এটা কেবল উপলব্ধি করা যায়।তাই এই দৃষ্টিকোণ হতে noun এর শ্রেণী বিভাগ করা হয়েছে। এবার আর তােমাদের ব্যপারটা বুঝতে কষ্ট হবে না।

CONCRETE NOUN:

Concrete noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়—বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায়, বা আস্বাদন করা যায়
Examples :
যা দেখা যায় : cow, book, silver (রূপা) building etc.
যার গন্ধ নেয়া যায়: air, gas, odour (ঘ্রাণ) etc.

PROPER NOUN:

যে Concrete Noun কোন একটি নির্দিষ্ট স্থান ,ব্যক্তি, বস্তু প্রভৃতির নাম বুঝায় তাকে proper noun বলে ।
এখানে “নির্দিষ্ট” শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, uncle শব্দটি noun. এর অর্থ চাচা বা মামা বা ফুফা। uncle শব্দটি দিয়ে ব্যক্তিকেই বুঝানাে হয় কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝানাে হয় না। কোন ব্যক্তির অনেক uncle থাকতে পারে। তাই এটি proper noun নয়, কিন্তু Rabindranath একটি proper noun, কারণ শব্দটি দ্বারা আমরা শুধু বিশেষ কোন ব্যক্তিকেই বুঝি। যেমন—বিশ্বকবি রবীন্দ্রনাথ। SOME IMPORTANT NOTES (কতকগুলাে গুরুত্বপূর্ণ টীকা)
NOTE 1: proper noun কোন নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, বা অন্য কি নাম ।
NOTE 2: proper noun এর প্রথম অক্ষর সব সময় capital letter হয়। যেমন Quran, Gita, Nazrul etc. আবার God, Lord, Bible ইত্যাদি proper noun যখন proper noun হিসাবে ব্যবহৃত হয় না তখন তাদের প্রথম অক্ষর হয় small letter.
NOTE 3: Earth, Sun, Moon—ইত্যাদি কেবল একটি বলে কেউ কেউ এগুলােকে singular noun বলে থাকেন। এদের আগে The বসে এবং এদের নামের প্রথমে capital letter না ব্যবহার করলেও চলে।

COMMON NOUN:

যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর। প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
এখানে "common" বা “সাধারণ” শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
Example :
Rahim বললে শুধু ঐ নামের একজন বিশেষ ব্যক্তিকে বুঝায় কিন্তু boy বললে কোন বিশেষ বালককে বুঝায় না। boy কথাটি সমুদয় বালকদেরকে সাধারণভাবে বুঝায়। এভাবে student (ছাত্র) বললে যাবতীয় ছাত্রদের সাধারণ নাম ধরেই ডাকা হয়। আবার, মনে কর তুমি বললে “আমি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, পশুর, শিবশা, আড়িয়াল খা—এ সবগুলাে দেখেছি” তারপর বাক্যটিকে আরও সংক্ষেপে বলতে চাইলে। কারণ তুমি সবগুলাে object এর নাম বলে শেষ করতে পারবে না, যেহেতু তুমি অনেক দেখেছ। তুমি অবশেষে উপরের প্রতিটির জন্য একটি সাধারণ নাম বের করলে। তা হল river বা নদী। কারণ, নাম যাই হােক না কেন, প্রত্যেকটি নদী (river) ছাড়া আর কিছু নয়। তাহলে সংক্ষেপে তুমি বলতে পার আমি অনেক নদী দেখেছি। I have seen many rivers.এখানে river হল common noun.

INTERESTING POINT

Common noun যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে। যেমন river দ্বারা সব নদী বুঝলেও 'river' শব্দটি দ্বারা অনেকগুলাে বা হে নদীকে নির্দেশ নাও করা হতে পারে যেমন :
The Pashur is a river. এখানে river বলতে একটিমাত্র নদীকেই বুঝাচ্ছে । river যখন বলি তখন শুধু পশুর কেন, যেকোন নদীকেই বুঝতে পারি । কারণ river বা নদী হল এক জাতীয় জিনিসের সাধারণ নাম।

COLLECTIVE NOUN:

যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।
সংজ্ঞার "undivided whole" বা “অবিভক্ত সমষ্টি” কথাটি গুরুত্বপূর্ণ। এই কথাটির মধ্যেই common nounএবং collective noun এর মধ্যকার পার্থক্য নিহিত। নিচের example এর মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করে বুঝানাে হল ।
Example :
River বলতে কোন নির্দিষ্ট নদীকে বুঝায় না, যে কোন নদীকে বুঝাতে পারে। তাই বলে আবার সব নদীকে একসাথে বুঝায় না। অপরপক্ষে, class বা শ্ৰেণী বলতে একটি বিশেষ শ্রেণীর (যেমন class IX বা X) সকল ছাত্র/ছাত্রীদেরকে একসাথে বুঝায়। তাদের যে কোন একজনকে বুঝায় না। এরূপে army বলতে দেশের সকল সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনীকে বুঝায়, যেকোন একজন বা এক unit কে বুঝায় না।

MATERIAL NOUN:

material noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে material noun বলে। এই noun যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনভাবে পরিমাপ করা যায়।
Example : plate (থালা) বললে আমরা একটি বস্তুকে বুঝি। কিন্তু salt (লবণ) বললে আমরা কোন একটি জিনিসকে বুঝি না যা গণনা করা যায়। এক কণা লবণকে আমরা salt বলি না, বলি অসংখ্য কণা লবণের সমষ্টিকে। এভাবে water, gold, iron, milk, tea, water ইত্যাদি হল material noun.
NOTE : material noun এর পরে সবসময় singular verb ব্যবহৃত হয়।
যেমন—Water is essential to life.
Gold is a precious metal.
এতক্ষণ আমরা concrete noun এর বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলােচনা করলাম। এবার abstract noun নিয়ে আলােচনা করা যাক।

ABSTRACT NOUN:

Abstract noun হল সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছােয়া যায় না; গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বােঝা যায় না; কিন্তু শুধু কল্পনা। দ্বারা বােঝা যায়।
Examples :honesty (সততা), boyhood (বাল্যকাল), justice (ন্যায়), heroism (বীরত্ব) ইত্যাদি।

এতক্ষণ আমরা প্রথম দৃষ্টিকোণ থেকে noun এর শ্রেণীবিভাগ আলােচনা করলাম, এখন। দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে noun এর শ্রেণীবিভাগ আলােচনা করা হবে।

গণনযােগ্যতা (countability) অনুসারে শ্রেণীবিভাগ

COUNTABLE NOUN:

যে বস্তুর সংখ্যা গণনা করা যায় তার নামকে countable noun বলে।
Examples : flower , child , book , pen, star , river ইত্যাদি জিনিস একটি, দুইটি, তিনটি ইত্যাদি সংখ্যা দিয়ে গণনা করা যায় বলে এই সব noun কে countable noun বলে ।

UNCOUNTABLE NOUN:

যে সকল বস্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু অন্য কোন উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদের নামকে uncountable noun বলে ।
Examples : Table কাঠ বা wood দিয়ে তৈরী করা হয়। সুতরাং এটি হল একটি countable noun. কিন্তু wood বা কাঠ গােনা যায় না বলে এটি হল uncountable noun. এভাবে কোন abstract noun ও uncountable noun, যেমন, ক্ষমা বা forgiveness. এটি একটি abstract noun. একে গণনা করা যায় না বলে এটি হল uncountable noun. এভাবে, water, salt, virtue (গুণ), honesty (সততা), air, sight (দৃশ্য, দৃষ্টি), beauty (সৌন্দর্য) ইত্যাদি হল uncountable noun.

No comments

Powered by Blogger.