Ads

Listening এর মূল কথা, English Listening Power development

 


Listening এর মূল কথা

Listening ইংরেজি ভাষা শেখার একটি অন্যতম হাতিয়ার। আপনি ভাষা শিখে ভালোভাবে হয়তো বলতে পারেন কিন্তু বুঝতে পারেন না। তাহলে বুঝতে হবে আপনার Listening হাতিয়ারটি কাজ করতেছে না।

ধরুন আপনি কাউকে একটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নটিকে যেন সহজে কেউ বুঝতে না পারে এ জন্য সংকেতের মাধ্যমে নিচের কায়দায় উপস্থাপন করা হলাে

otru kkng?

বলুন তাে প্রশ্নটি কী? কিছুক্ষণ ভাবুন। এবার জবাব না বলে দিয়ে আপনাকে আর একটি তথ্য দেয়া হচ্ছে: এই প্রশ্নটি আপনি যাকে করেছিলেন, তিনি ছিলেন রান্না ঘরে। আপনি প্রথমে নাক দিয়ে। কিছু একটা পড়েছিলেন। তাই রান্না ঘরে অবস্থানকারী ব্যক্তিকে লক্ষ্য করে। প্রশ্নটি করেছিলেন।

আর একটি কৌশল বলে দেই। এই প্রতীকগুলােকে চোখ দিয়ে পড়বেন না, কান দিয়ে পড়বেন। অর্থাৎ মনে করবেন যে, কেউ এই প্রতীকগুলাে থেকে মূল শব্দগুলাে উচ্চারণ করছে, এবং আপনি তার কথাগুলাে শুনছেন। এবার তাহলে বলুন প্রশ্নটি কী ছিল? সঠিক উত্তরটি হলাে: What are you cooking?

তাহলে দেখা গেল যে, আমরা যখন কোনােকিছু পড়ি (চোখ দিয়ে পড়া মানে এক ধরণের পড়া; কান দিয়ে পড়াও মানে এক ধরনের পড়া) তখন প্রতীক বা Symbol গুলােকে সরাসরি পড়ি না, তাদেরকে পড়ি সংশ্লিষ্ট context বা আবহের আলােকে। যেমন: যেই আপনাকে বলে দেয়া হলাে রান্না ঘরের কথা, ওমনি আপনি প্রশ্নটির সঠিক জবাবটি পেয়ে গেলেন। মনের মধ্যে অবস্থিত পূর্ববর্তী জ্ঞানকে ব্যবহার করে নতুন প্রতীকের অর্থ নির্ণয় করা হয়। সঞ্চিত এই জ্ঞানকে বলে Schema (স্কিমা).

তাহলে একটি কৌশল খুব পরিষ্কার হয়ে গেল: যে বিষয়টির ওপর কাউকে লিসেনিং করতে বলা হবে, লিসেনিং এর আগেই তাকে ঐ বিষয়ের ওপর কয়েক সেকেণ্ড বা এক মিনিট চিন্তা করতে বলা হবে। তাকে বলা উচিত: এই জাতীয়। একটি বিষয়ের ওপর তুমি এখন লিসেনিং করতে যাচ্ছ। লিসেনিং এর আগে ভেবে দেখ উক্ত বিষয়ে যে কোনাে একজন ব্যক্তি কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলতে পারে। একজন সাধরণ মানুষের মনে যা আছে বা থাকে, এখানেও তা থাকবে বলে আশা করা যায়। সুতরাং নিজস্ব কিছু অনুমান নিয়ে শুনতে শুরু কর। তােমার শােনা অর্থপূর্ণ হবে।

পরবর্তী পর্বে থাকছে

কোথা থেকে ইংরেজি পড়ানো শুরু করতে হবে?

4 comments:

Powered by Blogger.