Ads

How Does A Child Learn Its Mother Language? একটি শিশু কিভাবে মাতৃভাষা শেখে?

 

একটি শিশু কিভাবে মাতৃভাষা শেখে?

শিশু কি প্রথমে পড়তে শেখে? না কি লিখতে শেখে? না কি বলতে শেখে? না কি শুনতে শেখে? আমরা সবাই জানি যে, শিশু এক টানা একটি বছর ধরে শুধু শােনে । আর এভাবে সে তার পরিবেশ থেকে প্রয়ােজনীয় শব্দ, বাক্য-কাঠামাে ইত্যাদি সংগ্রহ করে। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে শেখার প্রথম পর্যায়ে থাকে listening. তারপর শিশু একটি মাত্র শব্দ বলতে শেখে। একাধিক শব্দ বলার শুরুতেই সে অনেক ভুল করে, যা আমাদেরকে আনন্দ দেয়। তার ভুলের জন্য আমরা তাকে ধিক্কার দেই না, বাহবা দেই, মজা করি, তাই সে ভুল করতে বেশ আগ্রহী হয়ে ওঠে, আর এভাবে শেখা শুরু হয়। তাহলে দেখা গেল যে প্রকৃত উপায়ে শেখার দ্বিতীয় ধাপ হলাে speaking. এরপর শিশু পাঠশালায় যায়' তাকে পড়তে ও লিখতে বলার আগেই কিছু ছড়া বলতে বলা হয় - যেন তােতা পাখিকে মুখস্থ বুলি শেখানাে হচ্ছে। এভাবে তার মুখের জড়তা কেটে যায় এবং সে নিজের অজান্তেই কিছু শব্দ ও বাক্যকাঠামাে শিখেও ফেলে। অথাৎ, তৃতীয় ধাপে যা শেখে তার নাম হলাে mimicking বা নকল করা , অনুকরণ করা। তারপর তাকে পড়তে শেখানাে হয় (reading)। এরপর সে শেখে লিখতে (writing) । অবশেষে সে যখন আর শিশু থাকে না, বরং তার মাতৃভাষার সে পর্যাপ্তভাবে আয়ত্ব করে ফেলে, তখন সে ভাষাকে বিশ্লেষণ (analysis) করতে শেখে ।

তাহলে দেখা গেল যে একটি ভাষা শেখার প্রাকৃতিক ধাপগুলাে এই:

  • listening
  • speaking
  • mimicking / copying
  • reading
  • writing
  • analyzing

এখন দেখা যাক আমরা এ দেশে শিক্ষার্থীদের কিভাবে Second language বা ইংলিশ শেখাই। আমরা এই ধারাটি অবলম্বন করি:

শুরুতেই তালপাতার বা খাতার উপর লিখতে বলি। তারপর নিজের লেখা পড়তে বলি। তাকে কখনও শুনতে বলি না, কারণ আমাদের শিক্ষকগণ তাদেরকে পড়ে শােনান না, শুধু পড়তে বলেন। শিক্ষার্থী যদি শিশু না হয়, তাহলে আমরা তাকে প্রথমেই analysis শেখাতে শুরু করি। গ্রামারের " structure দিয়ে তা বিশ্লেষণ করতে বলা মানেই তাে analysis শিখিয়ে পণ্ডিত করে গড়ে তােলার চেষ্টা করা। ফলে আমাদের দেশে অনেকে ভাষা শেখার আগেই ভাষার ব্যাকরণে পণ্ডিত হয়ে যায় । আর এ কারণে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, তা হলাে তাকে আর নতুন কিছু শেখানাে সহজ হয় না ।সে মনে করে যে সে অনেক কিছুই জানে, তাকে কোনাে কিছুই শেখানাে যায় কি না সন্দেহ।



পরবর্তী পর্বে থাকছে..

আমাদের দেশে second language শেখাতে হবে কিভাবে?


চোখ রাখুন আমাদের ওয়েব সাইটে



3 comments:

  1. অনেক সুন্দরভাবে বুঝানোর জন্য ধন্যবাদ স্যার।

    ReplyDelete

Powered by Blogger.