Ads

How to Teach English? কিভাবে ইংরেজি শেখাতে হয়?

 



How to Teach English?

কিভাবে ইংরেজি শেখাতে হয়?
ইংরেজি শেখানাে যেতে পারে দুই পদ্ধতিতে ...


১) - গ্রামার থেকে শুরু করে। যেমন: একটি করে গ্রামারের আইটেম শেখানাে হলাে, এবং সাথে সাথে তার ব্যবহারও শেখানাে হলাে।

২) - এক একটি প্যাসেজ এর ভিত্তিতে। যেমন: একটি প্যাসেজ পড়ানাে হলাে, এবং সাথে সাথে ঐ প্যাসেজ এর মধ্যকার গ্রামার শেখানাে হলাে।

প্রথম পদ্ধতিকে বলে deductive method. আর দ্বিতীয় পদ্ধতিকে বলে inductive method.


প্রথম পদ্ধতিতে শিক্ষার্থী ব্যাকরণে পণ্ডিত হয়ে গেলেও অনেক সময়ে ইংরেজিতে শূন্য রয়ে যায়। সঠিক সময়ে সঠিক structure টি খোঁজার জন্য তাকে মনের মধ্যে বই হাতড়াতে হয়। ফলে fluency অর্জিত হতে বছর বছর সময় লেগে যায়।

দ্বিতীয় পদ্ধতিতে ইংরেজি শেখালে শেখাটা বাস্তবানুগ হয়। যেহেতু শেখা হয় বিষয়ভিত্তিক, সেহেতু চিন্তা এবং ভাষার মধ্যে তেমন পার্থক্য থাকে না। মনে একটি ভাব এলেই তা মুখে সহজেই প্রকাশ করা যায় ।


কিন্তু প্রথম পদ্ধতিতে শেখার পর ইংরেজিকে আয়ত্ত করতে চান। এবং দ্বিতীয় পদ্ধতিতে শিখতেই সময় লাগে অনেক । তাহলে দেখা যাচ্ছে দুটো পদ্ধতিতেই কিছু সুবিধা এবং অসুবিধা রয়ে গেছে। যদি ধরে নেয়া যায় যে আমি একটি শিশুকে ইংরেজি শেখাচ্ছি, এবং এমন কোনাে তাড়াহুড়াে নেম তাকে নয়-ছয় মাসের মধ্যেই ইংরেজি শিখিয়ে ফেলতে হবে, বরং তাকে ইংরেজিকে মাধ্যম করে শিক্ষা দিতে থাকতে হবে (ইংলিশ মিডিয়াম স্কুলের মতাে) তাহলে দ্বিতীয় পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক ।


কিন্তু আমাদের দেশে ১২, ১২, ১৪, ১৬, ২০ বছর লেখাপড়া করেও শিক্ষা ইংরেজি শিখতে না পেরে অল্প সময়ে ইংরেজি শেখার জন্য শিক্ষকের কাছে বা কোনাে প্রতিষ্ঠানে ছুটে যায়। তাদের হাতে সময় থাকে ৩ থেকে ৬ মাস। এই সময়ের মধ্যে তাদেরকে কিভাবে ইংরেজি শেখাতে হবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাটি আমাদের জাতীয় সমস্যা। আমরা এই সমস্যার একটি সফল সমাধান দিব, ইনশাল্লাহ ।


See More


1 comment:

Powered by Blogger.