Ads

What is Noun in English Grammar? Details with its kinds. Noun কাকে বলে? Noun এর প্রকারসহ বিস্তারিত।

Noun কাকে বলে? Noun এর প্রকারসহ বিস্তারিত।

সাধারণত Noun হলো সেই শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, ধারণা, গুণ বা অবস্থার নাম বোঝায়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো
Rohim reads a book. (রহিম একটি বই পড়ে )
I want some pepper. (আমি কিছু কাগজ চাই)
a team of players has come today (আজ এক দল খেলোয়াড় এসেছে)
উপরের বাক্যগুলোতে মনের না ব্যবহার লক্ষ্যণীয় ১ নং বাক্যে রহিম নামটির প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দুই নং বাক্কে পেপার এর প্রথম অক্ষর ৩ নং বাক্যে খেলোয়ার থাকা সত্ত্বেও হয়েছে হ্যাঁ বিবাহিত হয়নি কেন বিভিন্নতা তাহলে নিশ্চয়ই Noun এর ব্যবহার নোটিফিকেশন জানা অত্যন্ত জরুরী এছাড়া রয়েছে জেন্ডার এসব জিনিস বিশেষভাবে জানতে হলে নাউন এর ক্লাসিফিকেশন সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে

Classifications of Noun

আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে Noun এর Classifications দেখব
প্রথম দৃষ্টিকোণ Noun প্রধানত দুই ভাগে করা যাই।
1. concrete noun
2. abstract noun
concrete noun কে আবার চার ভাগে মুক্ত করা যায় যথা
1. Proper noun
2. common noun
3. collective noun
4. material noun
দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায়। 1. countable noun
2. uncountable noun

Elaborate discussion বিস্তারিত আলোচনা

প্রথম দৃষ্টিকোণটি ছিল বস্তুর বাহ্যিক অবস্থা বিষয়ক। এই বাহ্যিক অবস্থা বলতে কি বুঝানো হচ্ছে তা না বুঝলে noun এর এই শ্রেণীর বিভাগ বোঝা যাবে না। একটি উদাহরণের মাধ্যমে তাই ব্যাপারটা স্পষ্ট করা দরকার। মনে কর, একটি বারের নাম ফ্রাইডে এতে একটি নির্দিষ্ট সময়কালের নাম। একে দেখা, ছোয়া এমনকি অনুভব ও করা যায় না ;কিন্তু হিসাব করে বোঝা যায়। আবার আরেকটি নাউন নেয়া যাক সত্যবাদিতা ফ্রুটফুলনেস এই নাউন এই জিনিসটিকে ধরা ছোঁয়া শোনা যায় না এটা কেবল কল্পনার সাহায্যে উপলব্ধি করা যায়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে নাউন এর বর্তমান শ্রেণীবিভাগ করা হয়েছে। এবার তোমাদের ব্যাপারটা বুঝতে একদম কষ্ট হবে না।
Concrete noun
Concrete noun হ্যালো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রের সাহায্যে উপলব্ধি করা যায় বা দেখা যায় গন্ধ দিয়ে অনুভব করা যায় ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়।
উদাহরণ
যা দেখা যায় cow, book, silver, building etc.
যার গন্ধ নেয়া যায় air,gas, odour etc.
Proper noun
যে concrete noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নাম বুঝাই তাকে Proper noun বলে।
এখানে নির্দিষ্ট Particular শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কারণ Uncle ও একটি noun । এর অর্থ চাচা বা মামা বা ফুফা। Uncle শব্দটি দিয়ে ব্যক্তিকে বোঝানো হয় কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয় না। কোন ব্যক্তির অনেক Uncle থাকতে পারে। তাই এটি Proper noun নয় কিন্তু Kamal একটি Proper noun। কারণ শব্দটি দ্বারা আমরা শুধু বিশেষ কোন ব্যক্তিকেই বুঝি। যেমন Kamal।
ome important notes
note -1. Proper noun কোন নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি বস্তু স্থান বা অন্য কিছুর নাম।
note -2. Proper noun এর প্রথম অক্ষর সব সময় capital letter হয়। যেমন Kamal Jamal Quran Nazrul etc.
note -3. Earth, sun, moon, ইত্যাদি কেবল একটি বলে কেউ কেউ এগুলোকে singular noun বলে থাকেন। এদের আগে The বসে এবং এদের নামের প্রথমে capital letter না ব্যবহার করলেও চলে।
Common noun :
যে noun কোন একশ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝাই তাকে common noun বলে।
এখানে কমন বা সাধারণ শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ
Rahim বললে শুধু ওই নামের একজন বিশেষ ব্যক্তিকে বোঝাই কিন্তু boy বললে কোন বিশেষ বালককে বোঝাই না। boy কথাটি সমুদয় বালকদেরকে সাধারণভাবে বোঝাই। এভাবে student বললে যাবতীয় ছাত্রদের সাধারণ নাম ধরে ডাকা হয়। আবার, মনে কর তুমি বললে,
“আমি পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষ্যা পশুর আরিয়ান খাঁ - এসব গুলো দেখেছি।”
তারপর বাক্যটিকে আরো সংক্ষেপে বলতে চাইলে। কারণ তুমি সবগুলো object এর নাম বলে শেষ করতে পারবে না, যেহেতু আমি অনেক দেখেছো। তুমি অবশেষে উপরের প্রতিটির জন্য একটি সাধারণ নাম বের করলে। তা হল river বা নদী। কারণ, নাম যাই হোক না কেন, প্রত্যেকটি নদী ছাড়া আর কিছুই নয়। তাহলে সংক্ষেপে তুমি বলতে পারো - আমি অনেক নদী দেখেছি - I have seen many rivers.
এখানে river হলো common noun. নিচে কতগুলো Proper noun এবং তাদের সংশ্লিষ্ট common noun এর উদাহরণ দেওয়া হলো।

Proper noun Common noun
rose flower
Rabindranath
Kazi Nazrul Islam
poet
Earth
Mars
Neptune
planet
lungi
Shari
shirt
dress

Interesting point : common noun যদিও সাধারণ নাম বোঝাই তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে। যেমন river দ্বারা সব নদী বুঝালেও river শব্দটি দ্বারা অনেকগুলো বা সব নদীকে নির্দেশ নাও করা হতে পারে। যেমন
the Jamuna is a river.
এখানে river বলতে একটিমাত্র নদীকে বোঝাচ্ছে। river যখন বলি তখন শুধু যমুনা কেন, যেকোনো নদীকে বোঝাতে পারি। কারণ রিভার বা নদী হলো এক জাতীয় জিনিসের সাধারণ নাম, তথাপি উপরের বাক্যে একটি মাত্র নদী যমুনাকেই বুঝানো হয়েছে।
Collective noun :
যে noun এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝাই তাকে collective noun বলে। উদাহরণ
River বলতে কোন নির্দিষ্ট নদীকে বোঝায় না, যে কোন নদীকে বোঝাতে পারে। তাই বলে আবার সব নদীকে একসাথে বুঝায় না। অপরপক্ষে, class বা শ্রেণী বলতে একটি বিশেষ শ্রেণীর যেমন ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণী সকল ছাত্র-ছাত্রীকে একসাথে বুঝায়। তাদের যেকোনো একজনকে বুঝাই না। এরূপ Army বলতে দেশের সকল সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীকে বোঝাই। যেকোনো একজন বা এক ইউনিটকে বুঝাই না।
Material noun :
যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝাই এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে ম্যাটারিয়াল নাউন বলে। এই নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনভাবে পরিমাপ করা যায়।
উদাহরণ :
plate থালা বললে আমরা একটি বস্তুকে বুঝি। কিন্তু salt লবণ বললে আমরা কোন একটি জিনিসকে বুঝি না যা না করা যায়। এক কনা লবণকে আমরা salt বলি না, বলি অসংখ্য কনা লবণের সমষ্টিকে। এভাবে water, gold, milk, coffee ইত্যাদি হলো material noun.
Note : material noun এরপরে singular verb ব্যবহৃত হয়।
যেমন - water is life.
gold is a precious metal.
Abstract noun :
abstract noun হ্যালো সেই noun যা কোন ও বস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে ; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ দ্বারা বা শ্রবণ তারা বুঝা যায় না কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়।
উদাহরণ: honesty, boyhood, justice, happiness.

Formation of Abstract Noun :

Common Noun to Abstract Noun :

Common Noun Abstract Noun
Agent
boy
child
girl
man
friend
Hero
infant
father
mother
slave
thief
robber
student
agency
boyhood
childhood
girlhood
manhood
friendship
heroism
infancy
fatherhood
motherhood
slavery
theft
robbery
studentship.

Adjective to Abstract Noun :

Adjective Abstract Noun
Poor
anxious
stupid
beautiful
Deep
fat
long
high
young
clever
poverty
anxiety
stupidity
beauty
Depth
fatness
length
height
youth
cleverness.

Verb to Abstract Noun :

Verb Abstract Noun
advise
believe
give
laugh
live
practise
think
see
arrive
know
educate
govern
hate
choose
obey
serve
discuss
examine
deduct
multiply
amplify
advice
belief
gift
laughter
life
practice
thought
sight
arrival
knowledge
education
government
hatred
choice
obedience
service
discussion
examination
deduction
multiplication
amplification.

No comments

Powered by Blogger.