The Sentence Or What is Sentence?
THE SENTENCE
Definition and Characteristics
নিচের শব্দসমষ্টিগুলো (Groups of words পড়ঃ
বাড়ি যায়।
সে ভাত।
রহিম মাঠে।
কোনটির দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায়? অবশ্যই না। কিন্তু ঐ শব্দসমষ্টিগুলোকে যদি নিচের মত করে লিখিঃ
সে বাড়ি যায়।
সে ভাত খায়।
রহিম মাঠে খেলে।
তাহলে প্রতিটি ক্ষেত্রেই এক একটি পূর্ণ অর্থ প্রকাশ পায়। আবার নিচের শব্দসমষ্টিগুলো পড়ঃ
goes home.
He rice.
field in Rahim.
ঠিক উপরের মত এখানেও কোনো ক্ষেত্রে অর্থ প্রকাশ পায়নি। কিন্তু নিচের উদাহরণগুলো পড়ঃ
He goes home.
He eats rice.
Rahim plays in the field.
এবার কিন্তু এরখানে প্রতিটি শব্দসমষ্টিই একেকটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ এখন আমরা এদের প্রত্যেকটিকে বাক্য বা বলতে পারি। তাহলে দেখা গেল, কোন শব্দসমষ্টিকে একটি বাক্যে বা Sentence পরিণত হতে গেলে তার মধ্যে অবশ্যই অথর্ের সম্পূর্ণতা থাকতে হবে। তাহলে Sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অথর্ের পূর্ণাঙ্গতা বা completeness of sense .
এবার আরেকটি চমৎকার জিনিস। আমরা উপরের উল্লেখিত বাংলা উদাহরণগুলো যদি নিচের মত করে লিখি তাহলে কি কোন অর্থ প্রকাশ করতে পারি?
যায় সে বাড়ি।
খায় ভাত সে।
মাঠে খেলে রহিম।
না , আমরা উপরের শব্দগুচ্ছ দিয়েও কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারি না। কিন্তু কেন? আগে যে পূর্ণাঙ্গ অর্থসম্পন্ন বাক্যগুলো তৈরি করেছিলাম তাদের সবগুলো শব্দইত প্রতিটি শব্দগুচ্ছে আছে, কিন্তু অর্থ প্রকাশিত হলো না কেন? উত্তর হলো এইঃ শব্গুলো ঠিকই আছে কিন্তু এদের অবস্থানগুলো পাল্টে গেছে। একটি শব্দের জায়গা দখল করেছে অন্য একটি শব্দ।
এভাবে নিচের Groups of words দ্বারাও কোন সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় নাঃ
goes home He.
He rice eats.
in plays field Rahim.
তাহলে দেখা গেল যে, শব্দগুচ্ছের এলোমেলোভাবে কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই। অর্থ প্রকাশ করতে হলে, অর্থাৎ বাক্যে পরিণত হতে গেলে, তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃঙ্খলা বা Order মেনে চলতে হবে। শব্দগুলোকে যার যার নিজস্ব জায়গায় ব্যবহার করা চাই, নইলে তারা কোন বাক্য গঠণ করতে পারবে না।
তাহলে উপরের আলোচনা থেকে আমরা Sentence এর প্রধান তিনটি বৈশিষ্ট্য পাই।সেগুলো হলোঃ
1. Completeness of sense
2. Correct order
3. Combination of words
এবং উপরের বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা নিম্নরূপে Sentence এর সংজ্ঞা দিতে পারিঃ
Definition: A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning.
অর্থাৎ বাক্য হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।
এরপর আমরা sentence এর বিভিন্ন বা উপাদানগুলো দেখব।
No comments