Ads

Suffix & Prefix for JSC and SSC students.


Suffix & Prefix এর নিয়ম

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা ভালই আছ। তোমাদের ইংরেজি ২য় পত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Suffix & Prefix . অনেক শিক্ষার্থীই এই বিষয়টি শিখতে গিয়ে অনেক সমস্যায় পড়ে। তাই তোমাদেরকে সহজভাবে Suffix & Prefix বুঝাতে নিচে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হলো। নিয়মগুলো ভালভাবে পড় তারপর বেশি বেশি করে চর্চা বা অনুশীলন করো।

Suffix & Prefix ভালভাবে বুঝতে হলে অবশ্যই তোমাকে Parts of Speech সম্পর্কে জানতে হবে। যাদের Parts of Speech এর সমস্যা আছে তারা Parts of Speech লেখাটিতে ক্লিক করে তা ভালভাবে পড়ে আসতে পার। সাধারণত Suffix & Prefix করার সময় কয়েকটি Parts of Speech এর পরিবর্তন হয়। আর সেই Parts of Speech গুলো হলো-
Noun
Adjective
Adverb
Verb
Noun চেনার উপায়: যে সকল শব্দের শেষে ment, tion, sion, ty, or, er, ce, ness, hood, ure, dom যুক্ত থাকে সেগুলো শব্দই Noun .
উদাহরণ:
Develop - development
Educate - Education
Beautify - beauty
Create - creator
Teach - teacher
Kind - kindness
Child- childhood
Please - pleasure
Adjective চেনার উপায়: যে সকল শব্দের শেষে al, tive, ic, ous, ary, able, ful, less, ly, (V+ing, V3 ) যুক্ত থাকে সেগুলো শব্দই Adjective .
উদাহরণ:
Education - Educational
Act - active
Islam - Islamic
Danger - dangerous,
Cultivate - cultivatable,
Beauty - Beautiful
friend - friendly
Adverb চেনার উপায়: Adjective শেষে ly যুক্ত থাকে সেগুলো শব্দই Adverb .
উদাহরণ:
General - generally
Active - actively
Beautiful - beautifully
Suffix: সাধারণত মূল শব্দের পরে এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয় তাকে Suffix বলে। যেমন: Teach = Teacher
Prefix: সাধারণত মূল শব্দের আগে বা পূর্বে এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয় তাকে Suffix বলে। যেমন:Possible = Impossible

How to fix Suffix & Prefix in a Sentence

১। সাধারণত Article এর পর Noun বসে।
উদাহরণঃ He is a (teach). Ans: teacher
২। বাক্যে Article ------- Noun থাকলে শূণ্যস্থানে Adjective বসে।
উদাহরণঃ Bina is a (beauty) girl. Ans: beautiful
৩। আবার বাক্যে Article + adjective ........ থাকলে শূণ্যস্থানে Noun বসে।
উদাহরণঃ Bangladesh is a small (count). Ans: country
৪। বাক্যের শুরুতেই Verb থাকলে সেই Verb কে Noun বানাতে হয় অথবা সেই Verb এর সাথে ing যুক্ত হয়।
উদাহরণঃ (Walk) is a good exercise. Ans: walking
৫।Possesive Case এর পর Noun বসে।
উদাহরণ: His (kind) kindness made me astonished.
৬। Possesive Case -------- Noun থাকলে শূণ্যস্থানে Adjective বসে।
উদাহরণ: His (beauty) beautiful pen was lost.
৭। Possesive Case এরপর verb থাকলে ing যুক্ত হয়।
উদাহরণ: I like his (walk) walking.
৮। কমা এবং and এর আগে যে parts of speech হয় তাদের পরেও একই parts of speech হয়।
উদাহরণ: I love him for his lovely, friendly and (attract) attractive attitude.
৯। To ছাড়া সকল preposition এরপর থাকলে V+ing হয় অথবা Noun বানাতে হয়।
উদাহরণ: Thank you very much for (give) giving me the chance.
১০।Adverb বাক্যের শুরুতে/ Subject এরপরে / Helping Verb এরপরে / বাক্যের শেষে বসে।
উদাহরণ: (General) Generally he comes here in winter.
He (general) generally comes here in winter.
১১। সাধারণত To be Verb এরপর Adjective বসে।
উদাহরণ: I am (attend) attentive to study.
১২। বাক্যে very, so, more, most, ইত্যাদির পরে Adjective বসে।
উদাহরণ: You are very (Beauty) beautiful.
১৩। বাক্যে সাধারণত always, never এর পরে Adjective বসে অথবা Verb বসে।
উদাহরণ: He is never (happiness)happy.
He never (likes) dislikes me.
১৪। ------ Noun এর আগে Adjective বসে।
উদাহরণ: (Industry) Industrious man is rare in our society.

এবার চর্চা করো। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো যে যত চর্চা করবে সে তত এ বিষয়ে দক্ষ হবে। যারা জে.এস.সি পরীক্ষার্থী তারা Exercise On Suffix & Prefix Exercise For JSC লেখাটিতে ক্লিক করে চর্চা করে আসতে পার।
আর যারা এস.এস.সি পরীক্ষার্থী তারা Exercise On Suffix & Prefix For SSC এই লেখাটিতে ক্লিক করে চর্চা করতে পার।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

No comments

Powered by Blogger.