Punctuation | Punctuation and Capitalization | Rules of Punctuation and Capitalization
Punctuation
Punctuation শব্দটি ল্যাটিন শব্দ Punctus শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো বিন্দু/ চিহ্ন। আমরা
ইংরেজি লেখার সময় কিছু চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলোই Punctuation.
1. Full Stop (.)
2. Note of Interrogative (?)
3. Note of Exclamation (!)
4. Comma (,)
5. Inverted Comma ("_")
6. Colon (:)
7. Semi-Colon (;)
8. Hyphen (-)
9. Dash (__)
10. Apostrophe (')
Full stop :
# বাক্যের সমাপ্তি ঘোষণা করতে Full stop বসে।
উদাঃ Bina is a student.
# Assertive, Optative এবং Imperative বাক্যের শেষে Full stop বসে।
উদাঃ Open the bag.
May you live long.
# কোনো শব্দের Abbreviation প্রকাশ করার জন্য প্রত্যেক অক্ষররে পর Full stop বসে।
উদাঃ He is an M.A.
Note of Interrogative:
# Interrogative বাক্যের শেষে Interrogative বসে।
উদাঃ Are you ok today?
What do you like most?
Note of Exclamation:
# Exclamatory বাক্যের শেষে এবং Interjection এর পরে Note of Exclamation বসে।
উদাঃ How happy they are!
Alas! His mother died yesterday.
Comma :
# সবচেয়ে কম সময় থামার জন্য Comma বসে। এটি বাক্যের মাঝখানে বসে।
# একই জাতীয় শব্দ (Parts of Speech ) পরপর থাকলে শেষে দুটি ছাড়া আগেরগুলোকে পরস্পর আলাদা করতে Comma বসে।
উদাঃ Kamal, Jamal, Bina, Shila and Nila are my friends.
# একই বাক্যে দুই বা ততোধিক Clause কে নির্দেশ করতে Comma বসে।
উদাঃ He came, he did it, He finished it and he went away.
# কোনো বাক্যে যদি যুগল শব্দ থাকে তাদেরকে পৃথক করতে Comma বসে।
উদাঃ All students, high and low, rich and poor, white and black attended there.
# কোনো বাক্যের শুরুতে যদি Adverbial clouse বা Phrase থাকে তবে তার পরে Comma বসে।
উদাঃ If you come, I will go.
At first, take my salam.
# Case in Apposition এর ক্ষেত্রে Comma বসে।
উদাঃ Kamal, English teacher of our school is very gentle.
# কোনো বাক্যে জোড়া জোড়া Verb থাকলে তাদেরকে আলাদা করতে Comma বসে।
উদাঃ To see, to love, to talk is at first sight.
# Present participle phrase এর পর Comma বসে।
উদাঃ Going home, I will finish my home task.
# Direct Narration এর ক্ষেত্রে Reporting Verb পর Comma বসে।
উদাঃ He said, " I will do the work."
# কোনো বাক্যে Nominative of Address কে আলাদা করতে Comma বসে।
উদাঃ Mother, give me some rice.
# Then, therefore, however, moreover, thus, indeed, nevertheless,besides ইত্যাদি Adverb থাকলে তার পরে Comma বসে।
উদাঃ However, I will help you to do the work.
# Yes/ No এর পর Comma বসে।
উদাঃ No, I don't like it.
# মাঝে মাঝে বাক্যে Verb এর বর্জন বুঝাতে Comma বসে।
উদাঃ Bina sent me a camera and Rina, a mobile set.
# Tag question গঠন করতে বক্তব্যমূলক বাক্যের শেষে Comma বসে।
উদাঃ He came here, didn't he?
Inverted Comma:
# কারো বক্তব্যকে সরাসরি তুলে ধরতে Inverted Comma বসে।
উদাঃ Father said," Study attentively to get A+."
# কোনো লেখকের বইয়ের নাম, গল্পের নাম ইত্যাদি প্রকাশের জন্য Inverted Comma বসে।
উদাঃ "Gitanjoli" is a famous work of Kazi Nuzrul Islam.
# কোনো বই থেকে সরাসরি কোনো উদ্বৃতি তুলে ধরতে Inverted Comma বসে।
উদাঃ Shakespeare says,"The world is a stage."
# কোনো বৃহৎ বক্তব্য থেকে কিছু অংশ তুলে ধরলেও Inverted Comma বসে।
উদাঃ " It is a presidenital form of goverment." he announced.
Colon:
সাধারণত অধিকতর পূর্ণ বিরতি প্রকাশের জন্য Colon ব্যবহৃত হয়। এটি সেমিকোলনরে চেয়ে দীর্ঘতর বিরতি নির্দেশ করে।
# কোনো দুষ্টান্ত / উদাহরণ/ সংখ্যা / ব্যাখ্যা প্রকাশের পূর্বে Colon বসে।
উদাঃ There are two kinds of narration: Direct and Indirect.
Semi-Colon:
comma এর চেয়ে একটু বেশি সময় নিয়ে থামবার জন্য Semi-Colon বসে।
উদাঃ He failed in the exam last year; still he hopes to pass.
Hyphen:
# যৌগিক শব্দ ব্যবহার করার জন্য Hyphen বসে।
উদাঃ Father-in-law.
# সংখ্যা নির্দেশক শব্দ প্রকাশের জন্য Hyphen বসে।
উদাঃ One-forth of the apple.
# কোনো লাইনের শেষে যদি একটি শব্দ স্থানের স্বল্পতার কারণে লেখা না যায় তবে সেখানে Hyphen দিয়ে পরের লাইন লেখা যায়।
উদাঃ I like to pl-ay ball with friends.
# বিপরীত অর্থ প্রকাশের ক্ষেত্রে Anti, Non, Un, Self, ইত্যাদির পর Hyphen বসে।
উদাঃ Anti-body should be created soon.
# তোতলামির কারণে Hyphen বসে।
উদাঃ O-o-o- ok.
Dash:
# বিষ্ময়কর পরিসমাপ্তি বুঝাতে Dash বসে।
উদাঃ Kama_ is he dead now!
# কোনো বাক্যে ব্যাখ্যা নির্দেশ করতে Dash বসে।
উদাঃ He lost all__ father, mother, brother and husband.
# নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে Dash বসে।
উদাঃ I visited Sherpur__ a nice town.
# লেখকের উদ্বৃতি দিয়ে পাশে লেখকের নাম উল্লেখ করলে Dash বসে।
উদাঃ Earth has not anything to show more fair__ Wordsworth
Apostrophe:
সাধারণত কোনো শব্দ বা অক্ষর বর্জন করতে Apostrophe বসে।
উদাঃ I've done it.
# Possessive case গঠন করতে Apostrophe বসে।
উদাঃ Kamal's book.
# সন / সাল প্রকাশের ক্ষেত্রে Apostrophe বসে।
উদাঃ He was born in '08(2008).
No comments