Rules of Subject-Verb Agreement in English Grammar
Subject-Verb Agreement :
Subject-Verb Agreement :
একটি sentence এ verb সবসময় subject কে অনুসরণ করে। অর্থাৎ subject এর number এবং person এর উপর ভিত্তি করে verb বসে। singular subject এর জন্য singular verb হয় এবং plural subject এর জন্য plural verb হয়।
Subject-Verb Agreement এর গুরুত্বপূর্ণ নিয়মসমূহঃ
Rule-1:
একটি sentence এ verb সবসময় subject কে অনুসরণ করে। অর্থাৎ singular subject এর জন্য singular verb হয় এবং plural subject এর জন্য plural verb হয়।
He is reading a book in the room.
They are reading the books in the room.
Rule-2:
News, wages, physics, mathematics, politics, gallows ইত্যাদি শব্দগুলো দেখতে plural (বহুবচন) মনে হলেও এগুলো যখন subject হিসাবে বসে তখন subject singular (একবচন) হিসেবে ধরতে হয়।
The news is good to me.
Mathematics is my favorite subject.
Rule-3:
Uncountable noun and Abstract noun such as: milk, ink, soup, dust, rice, grass, air, hair, smoke, oxygen, water, salt, furniture, cooking, parking, training, love, advice, honesty, courage, peace, sympathy, football, cotton, information, knowledge ইত্যাদি শব্দগুলো যখন subject হিসাবে বসে তখন subject singular (একবচন) হিসেবে ধরতে হয়।
His hair is gray.
Rice is our staple food.
Rule-4:
বাক্যের subject টি Every+..., Each+..., Any+..., No+..., None, (যত body যত one ) থাকলে তা একবচন ধরতে হয়।
Nothing is impossible for men.
Everybody is happy in the class.
Rule-5:
বাক্যের subject টি Every of+ বহুবচন, Each of+বহুবচন, Any of+বহুবচন, None of + বহুবচন, One of+বহুবচন থাকলে তা একবচন ধরতে হয়।
Any of the students are doing it.
Every of the farmers is happy in the area.
Rule-6:
টাকার পরিমাণ, সময়, দুরুত্ব বাচক শব্দগুলো যদি subject হিসেবে বসে তবে verb একবচন ধরতে হয়।
Two hours is a long time.
Twenty miles is a long distance.
Rule-7:
দেশের নাম, বইয়ের নাম দেখতে plural হলেও verb singular হয়।
Gulliver’sTravels is an interesting book.
The United States of America is a rich country.
Rule-8:
বাক্যে phrase, gerund, infinitive ইত্যাদি subject হিসেবে ব্যবহিত হলে verb singular হয়।
Swimming is a good exercise.
To walk is a good exercise.
Rule-9:
Cattle, people, public, peasantry, police, dozen, poultry, gentry, mankind ইত্যাদি শব্দগুলো দেখতে singular মনে হলেও যখন subject হিসেবে বসে তখন verb plural হয়।
Cattle are seen in the field.
People are trying to solve the problem.
Rule-10:
দুই বা দুইয়ের অধিক subject “and” দ্বারা যুক্ত হলে plural verb হয়।
Shila and Bina are playing football.
Rule-11:
And দ্বারা যুক্ত subject গুলোর পুর্বে each, every, no ইত্যাদি থাকলে verb সর্বদা singular হয়।
Each boy and each girl was/is active.
Rule-12:
All, both, few, many, several, some ইত্যদি শব্দগুলোর পর plural noun বা pronoun হয়, তাই plural verb হয়।
Many students are not attentive to study.
Rule-13:
বাক্যে “A number of” এবং “The number of” এর ব্যবহার।
A number of + plural noun + plural verb …
The number of + plural noun + singular verb…
A number of students are seen wasting time.
The number of students in this class is forty.
Rule-14:
As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
Shila as well as his friends has done it.
I along with some of my friends was present.
Rule-15:
Either……or, Neither…..nor দ্বারা বাক্যে দুটি subject কে যুক্ত করলে or এবং nor এর পরের subject অনুসারে verb হয়।
Either Shila or her sisters are present.
Either Shila or Bina is present.
Rule-16:
Not only….but also দ্বারা বাক্যে দুটি subject কে যুক্ত করলে but also এর পরের subject অনুসারে verb হয়।
Not only Bina but also his friends were present at the meeting.
Rule-17 :
বাক্যে none এর পর singular verb এবং plural verb দুটিই হতে পারে।
None + of the + non-count noun + singular verb
None + of the + plural count noun + plural verb
None of the information has been found.
None of the boys have finished the exam.
Rule-18:
বাক্যে no এর পর singular verb এবং plural verb দুটিই হতে পারে।
No example is irrelevant to this case.
No examples are irrelevant to this case.
Rule-19:
বাক্যে there is / there are এর ব্যবহার নিচের গঠন অনুযায়ী হয়।
There + singular verb + singular subject / non-count noun….
There + plural verb + plural subject ….
There is water on the table.
There were about 10 students at the party.
Rule-20:
And দ্বারা যুক্ত Subject গুলো যদি একই ব্যক্তি বা বস্ত্তকে বুঝায় তাহলে তাদের পরবর্তী Verb ও Pronoun সর্বদাই Sigular হয়।
The Headmaster and Secretary is present.
The President and Secretary of our Club is a very learned man.
Bread and butter is our favorite breakfast.
Rule-21:
Adjective- এর কোন plural form নেই, তবে Adjective- এর পূর্বে the বসালে Adjective-টি plural common noun হয় এবং তার পরের verb টি plural হবে।
The honest are respected.
The rich are not always happy.
The brave are respected by all.
Rule-22:
কতিপয় Noun গুলো plural এবং পরে plural verb বসে। যেমনঃ-Aborigines, Alms, Amends, Ashes, Assets, Auspices, Bellows, Bowels, Billiards, Environs, Jaws, Glasses, Mumps, Pants, Shears, Short, Scissors, Spectacles, Trousers ইত্যাদি।
His spectacles are broken.
The scissors are blunt.
Rule-23:
কোন Sentence-এর Subject হিসেবে person একাধিক হলে 231 এর নিয়ম অনুযায়ী বসে।তবে, দোষ স্বীকার করা বুঝালে 123 এর নিয়ম অনুযায়ী বসে। পরবর্তী verb টি plural number হয়।
You, he and I are friends.
You, Shathy and I are always happy.
I, you and are guilty.
Rule-24:
Mathematics, Physics, Politics, News, Gallows, Small, Pox ইত্যাদি noun গুলো দেখতে plural হলেও এরা মূলত Singular এবং এদের পরে Singular Verb বসে।
Mathematics is my favorite subject.
Local politics is very dirty.
Physics is very hard to understand.
Rule-25:
একাংশ যেমন: 1/3,1/4 ইত্যাদির ক্ষেত্রে noun ও verb উভয়ই singular হয়। .কিন্তু একাংশ ব্যতীত অন্যান্য ভগ্নাংশ যেমন: 2/3,3/4 ইত্যাদির ক্ষেত্রে noun ও verb উভয়ই plural হয়।
One third of the mango was rotten.
Two thirds of his answers were correct.
No comments